ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

‘নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারসন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১৯ মে ২০২৫ | আপডেট: ১৪:৫৫, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবার নুসরাতের গ্রেপ্তার ইস্যুতে পোস্ট দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।”

তিনি আরও লেখেন, “ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি